এক নজরে পত্নীতলা উপজেলা
পত্নীতলা উপজেলার অবস্থানঃ পূর্বে বদলগাছি উপজেলা, দক্ষিণে মহাদেবপুর উপজেলা, দক্ষিণ-পশ্চিম কোনে পোরশা উপজেলা, পশ্চিমে সাপাহার উপজেলা, উত্তর-পশ্চিম কোনাংশে এবং উত্তরে ধামইরহাট উপজেলা অবস্থিত।
উক্ত উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা।
ওয়ার্ডঃ ৯টি, মহল্লাঃ ১৫টি, মৌজাঃ ২৯৭টি, গ্রামঃ ২৯৮টি, মোট আয়তনঃ ৯৩৭১৬একর, ৩৭৯.২৫ বর্গ কিঃমিঃ
মোট জনসংখ্যাঃ ২৩১৯০০ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী), পুরুষঃ ১১৬৭২৪ জন, মহিলাঃ ১১৫১৭৬জন, মোট পরিবারঃ ৫৮৬৬১, মুসলিমঃ ১৮২১৯০ জন, হিন্দুঃ ২১৭৭৯ জন, খ্রিস্টানঃ ৪৭৭৭জন, বৌদ্ধঃ ৭৬ জন, উপজাতি/আদিবাসীঃ ২৩০৭৮ জন, আদিবাসী বসবাসকৃত মৌজার সংখ্যাঃ ১০৫টি, আদিবাসী পরিবারের সংখ্যাঃ ৫৪৮৬টি, ভিক্ষুকের সংখ্যাঃ ৫৭১ জন, কৃষি জমিঃ
স্থায়ী ফসলাধীন জমিঃ ১৩৭৩ একর, অস্থায়ী ফসলাধীন নীট জমিঃ ৭২৮৫৬ একর , ফসল বর্হিভূত খামারের অধীন জমিঃ ২৬ একর, নার্সারীর অধীন জমিঃ ৭ একর, বনভুমির অধীন জমিঃ ৩৫২৮ একর, নদী(আত্রাই) ১টি আয়তনঃ ৩১৩ একর, এক ফসলী জমিঃ ৬৯৬৭ একর, দুই ফসলী জমিঃ ৩৪০৪৫ একর, তিন ফসলী জমিঃ ৩১৮৪৪ একর,
শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যানঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১৩৪টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৩টি, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩৫টি, এবতেদায়ী মাদ্রাসাঃ ৬টি, সকল ধরনের মাদ্রাসাঃ ৩৭টি, সরকারী ডিগ্রি কলেজঃ ১টি, বে-সরকারী কলেজঃ ৭টি, কেজি(কিন্ডার গার্ডেন) স্কুলঃ ২৫টি, এনজিও স্কুলঃ ৩১টি, মসজিদঃ ৫৫৬টি, মন্দিরঃ ১৪৯টি, গির্জাঃ ৯টি, ঈদগাহ মাঠঃ ১৬৫টি, হাটবাজারের সংখ্যাঃ দৈনিক হাটঃ ৪টি, সাপ্তাহিক হাটঃ ২৯টি,
সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সঃ ১টি, বে-সরকারী হাসপাতাল/ক্লিনিক বা নার্সিং হোমঃ ১১টি, ডায়াগনস্টিক সেন্টারঃ ৬টি,
মিশনারী হাসপাতাল/দাতব্য চিকিৎসালয়ঃ ১টি, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রঃ ৬টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস