Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহঃ

১.ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতায় পত্নীতলা উপজেলায় ২০১৭-২০১৮ অর্থ বৎসরে খানা তথ্য ভান্ডার শুমারি সুষ্ঠুও সুচারুরুপে সম্পাদিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সদর দপ্তরে ডাটাবেইজ প্রস্তুতের কার্যক্রম চলছে। এই কার্যক্রম চুড়ান্ত পরিণতি লাভ করলে পত্নতিলা উপজেলার সকল কানার আর্থ- সামাজিক তথ্য সম্বলিত একটি পূর্ণাঙ্গ ডাটাবেইজ আমাদের হাতে চেলে আসবে যা দিয়ে আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী সঠিক ওস্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করতে সক্ষম হব।

২.পত্নীতলা উপজেলার সকল প্রশাসনিক ইউনিটের (administrative units) বাংলা ও ইংরেজী নাম সম্বলিত পূর্নাঙ্গ জিও কোড (geo code) প্রণীত ও প্রকাশিত হয়েছে। এই জিও কোড তালিকায় প্রথমবারের গ্রামের জিও কোড প্রদান করা হয়েছে। এর মাধ্যমে জেলা উপজেলা, মৌজা ,মহল্লা ও গ্রামের নামের বানান  নিয়ে অসঙ্গতি ও অস্পষ্টতা অনেকাংশে দূরীভুত হবে বলে আশা করা যায়। তদুপরি এই জিও কোড তালিকায় একেবারে  মৌজা পর্যন্ত আয়তন সন্নিবেশিত হয়েছে। এই জিও কোড অদূর ভবিষ্যতে জিপিএস (gps) এর প্রয়োগিক ক্ষেত্রে সম্প্রসারিত করবে।