শুধু সরকারী কাজে জনস্বাথে নিম্ন বনিত তথ্য সংগ্রহ ও প্রদান করা হয়। কৃষিঃ ১। দাগগুচ্ছ জরিপ। ২। প্রধান ও অপ্রধান ফসলের আনুমানিক হিসাব। ৩। প্রধান প্রধান ফসলের কর্তনের মাধ্যমে উৎপাদন নিরুপন ৪। প্রধান প্রধান ফসলের মুল্য উৎপাদন জরিপ। ৫।ভূমির ব্যবহার ও আয়তন নিরুপন। অকৃষিঃ ১। এম,এস,ভি,আর, এস, বি এর মাধ্যমে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক/পৃথক বাস, আগমন, বহিরগমন, জন্ম নিয়ন্ত্রন, প্রতিবন্ধী, মা ও শিশু পুষ্টি, মাতৃত্ব কালীন মৃত্যুর হার, স্যানিটেশন, পানি সরবরাহের উৎস্ জ্বালানীর উৎস্ বিদ্যৎসরবরাহের হার নিরুপন সহ বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়। ২। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বাজেট সংগ্রহ ও সরবরাহ ৩। সরকারী ও বেসরকারী অফিস, ব্যাক, বীমা, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গীর্জা, ঈদগাহ, কবরস্থান, খেলার মাঠ এর সংখ্যা ও আয়তন নিরুপনের তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়। ৪।হাট/বাজার, রাস্তা/ঘাট, নদী, বন ইত্যাদির সংখ্যা ও আয়তন নিরুপনের তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়। ৫।উপজেলাসহ ইউনিয়ন ভিত্তিক পরিবারের সংখ্যা মৌজা/মহল্লা/গ্রামের নাম সহ আয়তন ও জনসংখ্যার হিসাব। ৫। বিবিধ ঃ ১। আদমশুমারী, ২। কৃষি শুমারী, ৩। অর্থনেতিক শুমারী, ৪। শিল্পশুমারীসহ নানাবিধ জরিপ কার্যক্রমের তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়। |
জনগণ ও বিভিন্ন প্রকার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমুহ সরাসরি তথ্য পেয়ে থাকেন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস