Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ এর তথ্যসংগ্রহ কার্যক্রম ২১ মে হতে ১৫ জুন ২০২৩ পর্যন্ত চলমান।।
বিস্তারিত

📊"আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩"📊


 🗓️ #২১মে_থেকে_১৭_জুন_২০২৩ সময়ে দেশব্যাপী  #আর্থসামাজিক_ও_জনমিতিক_জরিপ_২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। এ জরিপের মাধ্যমে দেশের ১২,০৪০টি পিএসইউ-এর প্রায় নির্বাচিত ৩ লক্ষ খানা থেকে তথ্য সংগ্রহ করে জেলাভিত্তিক ১৯৪ সূচকের রিপোর্ট প্রকাশ করা হবে। উল্লেখ্য, এটিই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র আওতায় পরিচালিত সবচেয়ে বড় জরিপ।


🎯 তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা পরিসংখ্যান কার্যালয়, পত্নীতলা-এর সহকর্মীবৃন্দ।


       || পত্নীতলা উপজেলার নমুনা এলাকাসমূহ 

                ও সংশ্লিষ্ট তথ্যসংগ্রহকারীবৃন্দ ||


▪️নজিপুর পৌরসভা (ওয়ার্ড-৩,ওয়ার্ড-৭) এবং ঘোষনগর ইউনিয়ন (জামগ্রাম) ▶️ জনাব মো: সাজেদুর রহমান


▪️পাটিচরা ইউনিয়ন (চকমহরম), কৃষ্ণপুর ইউনিয়ন (শ্যামবাটি),শিহাড়া ইউনিয়ন (পাইকবান্দা) ▶️ জনাব মো: ইস্রাফিল হোসেন


▪️নির্মইল (পাড়াশাওলী, শ্যামপুর) ▶️ জনাব সুজন কুমার


▪️দিবর ইউনিয়ন (চকসনাতন) ▶️ জনাব মো: মোরশেদুল ইসলাম 


📝 তথ্যসংগ্রহকারীগণ নির্বাচিত নমুনা এলাকায় বাড়ি বাড়ি (২৫ টি নমুনা খানায়) গিয়ে ডিজিটাল ক্যাপি পদ্ধতিতে📱ট্যাবের মাধ্যমে জরিপের তথ্যসংগ্রহের কাজ করছেন। "পরিসংখ্যান আইন ২০১৩" অনুসারে তথ্য প্রদান নাগরিক দায়িত্ব এবং বাধ্যতামূলক। তথ্যসংগ্রহকারীকে সঠিক তথ্য দিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ও স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করুন। 

               

    উপজেলা পরিসংখ্যান কার্যালয়, পত্নীতলা,  নওগাঁ  

                  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 

           পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

                  📉পরিকল্পনা মন্ত্রণালয় 📉

ডাউনলোড
প্রকাশের তারিখ
21/05/2023
আর্কাইভ তারিখ
30/06/2023